‘আমি গিয়ে শুনি আমার ভোট হয়ে গেছে’

আমি গিয়ে শুনি আমার ভোট হয়ে গেছে। আপনি ভোট দিতে পারবেন কিন্তু বেলট পেপার বক্স এ ফেলতে পারবেন না এটা কেমন কথা ।

আমি গিয়ে শুনি আমার ভোট হয়ে গেছে

একটা মহিলার আবেদন” আমি টকেন নিয়া ভোট দিতে গিছি , ভিতরে গিয়া টকেন দিছি তখন বলে আপনার ভোট হইয়া গেছে। মহিলা বলল আমি আচ্ছি এখন আমার ভোট কেমনে হইয়া যায় । আমি ভোট দিয় নাই আমার ভোট হবে কেন।

আমার আই ডি কার্ড নিয়া আমি মাত্র আসলাম আমার ভোট তো আমি দিই নাই আমার ভোট কেন হবে। আমার ছবির সাথে মিলিয়া দেখছেন। এই খানের লোক বলে মাস্ক পরে এসে ভোট দিয়া গেসে। মহিলা বলে আমার ভোট কেও মাস্ক পরে আসলেই দিয়ে দিতে পারবে এটা তো হবার কথা না।

পরে যখন তার মুখের সাথে মিলাই তখন বলে হা আপনার ভোট তো আপনার দেওয়ার রাইট আসে তাহলে আপনার ভোট দিল কে? মহিলা বলে আমার ভোট কে দিল জানিনা আমার ভোট আমি দেব বাবস্থা করেন । তখন মহিলা কে বসতে বলা হই। অনেক খন বসে থাকার পর একজন এসে বলে জ আপনি ভোট দিতে পারবেন কিন্তু বেলট পেপার বক্স আ ফেলতে পারবেন না একটা খাম এ রাখতে হবে।

আমি গিয়ে শুনি আমার ভোট হয়ে গেছে

। আর এটাই হচ্ছে বাংলাদেশে নির্বাচন শুরু হয়ে গেছে ভোট চুরি | প্রকাশ্যে নৌকায় সিল মারল নেতারা |

মিছা কথা কইয়া লাভ নাই, ভোট ২টা দিছি ভোট দিতে গিয়া 🗳️ দেখে তার ভোট এবারো ভুতে 👻 দিয়া গেছে ।

যমুনার ক্যামেরা দেখে পালালেন

ভোট কেন্দ্রে 🗳️ না গেলে সরকারি সব ভাতা বন্ধ ❌ করবে নির্বাচন বর্জন, ভোটদান থেকে বিরত থাকার আহবান জানিয়ে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে রাজধানীতে লাঠি মিছিল করেছে দলটি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

বাংলাদেশের নির্বাচন অবস্থা খুব করুন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top